মঙ্গলবার, ৪ মে, ২০১০

আমার আমি

আমি আবুল হাসান ।আমি আমাদের পরিবারের বড় ছেলে। লক্ষিপুরের ছেলে আমি । অনেকে  লক্ষিপুর বললে চিনতে পারেনা   বর্তমানে লক্ষিপুর সতন্ত্র একটি জেলা । দুঃক্ষরে বিষয় তা এখন ও মানচিত্রে জায়গা পায়নি । আমি শহীদ সোহরাওয়ার্দীতে ইংরেজী নিয়ে অনার্স করছি। সবাই আমাকে ইংরেজী নিয়ে পড়তে নিরুৎসাহিত করছে । তবে আমি জানি আমি কি করতে পারি । কম্পিউটার ও ইন্টারনেট আমার নেশা কম্পিউটার ছাড়া একটাদিন কল্পনা করতি পারিনা । ইন্টারনেটের সাথ পরিচয় সাইবার ক্যাফে । বাসায় ইন্টারনেট সংযোগ এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে । একটি  domain আমার থাকবে এটা অনেক দিনের সখ । শুরু করলাম মাত্র । দেখি কতদূর যেতে পারি । আমার সাইটটি নতুন তাই অনেক কিছু নেই । আপনাদের সবার সহযোগিতা পেলে একটা সুন্দর blog উপহার দিতে পারব । তার জন্য আপনাদের সাহায্য কামনা করি ।

কোন মন্তব্য নেই:

LinkWithin

Related Posts with Thumbnails