বৃহস্পতিবার, ২৪ জুন, ২০১০

ইউটিউব থেকে উচ্চমানের ভিডও ডাউনলোড করুন।

ভিডিও শেয়ারিং সাইট গুলো এখন বেশ জনপ্রিয় । এর মধ্যে গুগলের ইউটিউব থেকে ভিডিও আপলোড ও ডাউনলোড হয় সবচেয়ে বেশি । কিন্তু অনলাইনের এসব ভিডিও ফ্লাশ বেসড হওয়ায় এগুলোর রেজুলেশন বেশি থাকে না , ফলে পর্দা জুড়ে দেখলে ভালো দেখায় না । আবার অন্য ফরমেটে কনভার্ট করলেও একই অবস্থা থাকে । সাধারনত ইউটিউব থেকে যে ভিডিও  ডাউনলোড করি সেগুলো ৩২০x২৪০ রেজুলেশনের হয়ে থাকে । কিন্তু আপনি নতুন ভিডিও ডাউনলোড করতে চান তাহলে তা আরো উচ্চ রেজুলেশনে ডাউনলোড করতে পারেন । আপনি যদি http://youtube.com/watch?v=E2s14T6xAM ঠিকানার ভিডিও ডাউনলোড করেন তাহলে তা ৩২০x২৪০ রেজুলেশনে ডাউনলোড হবে । আর উপরোক্ত ঠিকানার শেষে &fmt=6 যুক্ত করে ডাউনলোড করলে তা 448x336 রেজুলেশনে ডাউনলোড হবে । আর যদি  শেষে &fmt=18 যুক্ত করে ডাউনলোড করলে তা ৪৩০x360 রেজুলেশনে ডাউনলোড হবে । উচ্চ রেজুলেশনে ভিডিও ডাউনলোড পুরনো ভিডিও এর ক্ষেত্রে নাও হতে পারে তবে নতুন আপলোড করা ভিডিও এভাবে উচ্চ রেজুলেশনে ডাউনলোড হবে ।  

কোন মন্তব্য নেই:

LinkWithin

Related Posts with Thumbnails